
রবিবার ভোররাতে তীব্র কম্পনে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ পাপুয়া নিউ গিনি। কম্পনের মাত্রা ৭.৯। তীব্র ভূমিকম্পের জেরে গোটা দেশের বাড়িঘর কেঁপে ওঠে। অনেক জায়গায় গাছ, ল্যাম্প পোস্ট ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এদিকে কম্পনের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও বেশ কিছুক্ষণ পর তা তুলেও নেওয়া হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগোনভিল দ্বীপের ১৫৩ কিলোমিটার মাটির তলায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, কম্পনের মাত্রা তীব্র হলেও যেহেতু কম্পনের কেন্দ্রস্থল অনেকটা গভীরে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হওয়াই স্বাভাবিক।