SciTech

গোপন ক্যামেরায় ধরা দিল ১৪০ বছরে আগে হারিয়ে যাওয়া পাখি

সে যে ফিরে আসতে পারে সেটাই ছিল কল্পনার অতীত। তবে মেঘ না চাইতেই জলের মত সশরীরে হাজির হল সামনে। বন্দি হল লেন্সে। যা দেখে অভিভূত বিশ্ব।

১৪০ বছর আগের কথা। তখন যে কমলা আর কালো রংয়ের পাখিটাকে দেখা যেত তা হারিয়ে যায় অচিরেই। তারপর দুনিয়া অনেকটাই বদলে গেছে। কিন্তু এ পাখির দেখা মেলেনি।

মাঝে পেরিয়ে যায় বিংশ শতাব্দী। অবশেষে উনবিংশ শতাব্দীর পর ফের একবিংশ শতাব্দীতে এসে দেখা মিলল তার। দেখা মিলল পাহাড়ি গহন জঙ্গলে।


যেখানে সারিসারি পাহাড় আর উপত্যকা সবুজে ভরে আছে, এমন জায়গায় হারিয়ে যাওয়া পাখিদের খুঁজে বেড়ানো দলের ক্যামেরায় ধরা দিল এই ব্ল্যাক ন্যাপড ফেজেন্ট পিজন। যদিও এই পাখির খোঁজ পেতে স্থানীয়দের সাহায্য ওই দলটির কাজে লাগে।

কারণ এমন পাখির যে দেখা এলাকায় মিলেছে তার খোঁজ তারা পায় স্থানীয়দের কাছ থেকেই। এমনকি ঠিক কোথায় ক্যামেরা লাগালে তাদের দেখা মিলবে তাও স্থানীয়রাই জানিয়ে দেন।


সেইমত উপত্যকার একটি ঢালে দুর্গম স্থানে ক্যামেরা লাগিয়ে রাখেন দলের সদস্যরা। সেই ক্যামেরায় ধরা পড়ে ১৪০ বছর আগে হারিয়ে যাওয়া কমলা আর কালোর একটু বড়সড় চেহারার ব্ল্যাক ন্যাপড ফেজেন্ট পিজন।

এ পাখিকে যে আদৌ কখনও দেখা যাবে তা ভাবতেও পারেননি কেউ। অবশেষে পাওয়া যাওয়ায় পক্ষী বিশারদরা সকলেই খুশি। পাপুয়া নিউ গিনির জঙ্গলে এই পাখির দেখা ১৪০ বছর পর পাওয়ায় এখন আরও এমন হারিয়ে যাওয়া পাখির খোঁজ এই দ্বীপরাষ্ট্রের জঙ্গলে শুরু হয়েছে।

প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে থাকা পাপুয়া নিউ গিনির প্রাকৃতিক সৌন্দর্য অপার। সেই নীল সমুদ্র, সবুজ বনানীতে আরও বহু পাখির বাস। সেখানেই হারিয়ে যাওয়া আরও পাখির খোঁজ চলছে জোরকদমে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button