কোন দেশে সবচেয়ে বেশি ভাষায় কথা বলেন বাসিন্দারা, নাম শুনলে বিশ্বাস হবেনা
পৃথিবীতে বহু ভাষা রয়েছে। অনেক দেশে বহু ভাষার চল থাকে। পৃথিবীতে যে দেশে সবচেয়ে বেশি ভাষায় মানুষ কথা বলেন তার নাম শুনলে বিশ্বাস করতে পারবেননা।
পৃথিবীজুড়ে ভাষা গুনে শেষ করার নয়। শহুরে মানুষ থেকে জঙ্গলে বাস করা আদিবাসী সম্প্রদায়, নানা ভাষায় প্রজন্মের পর প্রজন্ম কথা বলে চলেছেন। ভারতেরই বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষার চল রয়েছে।
এমনকি একটি ভাষারও বিভিন্ন ধরণ রয়েছে। ফলে তা একরকম ভাষা হলেও ভিন্ন। পৃথিবীতে এমন বহু দেশ রয়েছে যেখানে একাধিক ভাষার চল রয়েছে।
এক এক প্রান্তে এক এক রকম ভাষার ব্যবহার। যে দেশে সবচেয়ে বেশি ভাষাভাষীর মানুষ থাকেন সে দেশের নাম শুনলে অবশ্য অনেকেই বিশ্বাস করতে পারবেননা।
সেখানে ৮৩৯ রকম ভাষার ব্যবহার রয়েছে। একটি দেশের মধ্যে ৮৩৯ রকম ভাষার ব্যবহার শুনে যাঁদের মনে হচ্ছে ভারত বা অন্য কোনও বড় রাষ্ট্র হবে তাঁরা ভুল ভাবছেন। কারণ এ দেশ একটি দ্বীপরাষ্ট্র।
প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি সবুজে ঘেরা এই রাষ্ট্রে ১ কোটির মত মানুষের বাস। যেখানে ভারতে জনসংখ্যা প্রায় ১৫০ কোটি, সেখানে এই দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি-র জনসংখ্যা তুলনায় নগণ্য। কিন্তু সেখানে ৮৩৯ রকম ভাষায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কথা বলেন।
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভাষাভাষীর মানুষ এই পাপুয়া নিউ গিনি-তে বসবাস করেন। পাপুয়া নিউ গিনি-র অনেক জায়গা কিন্তু জঙ্গলে ঘেরা। প্রাকৃতিক দৃশ্য অতুলনীয়। ফলে এখানে সারাবছর নানা দেশের পর্যটকের ভিড় জমে।