পানামা পেপারস এর পর প্যারাডাইস পেপারস। যা নিয়ে কেলেঙ্কারির ঝড় বইছে সারা বিশ্বে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থেকে রেহাই পায়নি তাবড় নাম। বিশ্বের নামীদামী ব্যক্তিদের নাম জড়িয়ে গেছে এই কেলেঙ্কারিতে। পানামা পেপারসে নাম জড়িয়েছে ৫০০ জন ভারতীয়ের। অন্যদিকে প্যারাডাইস পেপারসে নাম জড়িয়েছে ৭১৪ জন ভারতীয়ের। এঁরা কেউই ছোটখাটো মানুষ নন। সবাই হুজ হু।
আইসিজ-এর দাবি, অভিযুক্তদের হিসাবনিকাশ খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই তদন্তকারী সংস্থার নাম মাল্টি এজেন্সি গ্রুপ বা ম্যাগ। প্রকাশিত ৭১৪ জনের আয়কর রিটার্নের বিস্তারিত তথ্য অনুসন্ধান করবে এই প্যানেলটি। তথ্য বিচারের পর তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হবে। প্রয়োজনে নোটিস পাঠানো হবে তাঁদেরকে।
২০১৭-র এপ্রিল মাসেই এই প্যানেলটি তৈরি হয়েছিল। এই প্যানেলটিতে আছেন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, আয়কর দফতর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ফিনান্সিয়াল ইন্টিলেজন্স ইউনিট ও রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধি।