এল নিনো বিশ্বকে জেরবার করলেও একটি দেশে আনল খুশির জোয়ার
বিশ্ব উষ্ণায়নে এল নিনো প্রভাব এখন প্রায় সকলের জানা। এল নিনো নিয়ে জেরবার বিশ্ব। কিন্তু সেই এল নিনো আনন্দের বন্যা বইয়ে দিল একটি দেশে।
প্রশান্ত মহাসাগরের জলের উপরিভাগ স্বাভাবিকের চেয়ে গরম হয়ে যাচ্ছে। যা এল নিনো সৃষ্টি করেছে। যার জের ভুগতে হচ্ছে বিশ্বের অনেক দেশকে। ভারতও এল নিনোর প্রভাবে জেরবার। স্বাভাবিক প্রকৃতিকে ওলটপালট করে অজানা, অচেনা এক চরমপন্থি আবহাওয়া উপহার দিচ্ছে এই এল নিনো। যা নিয়ে গোটা বিশ্বের বিশেষজ্ঞেরা চিন্তিত।
গোটা বিশ্বের চোখে এল নিনো এক সর্বনাশের নাম। এল নিনো নিয়ে গোটা বিশ্ব যখন এভাবে জেরবার, তখন সেই এল নিনোকে কীভাবে অভিনন্দন জানাবে তা ভেবে পাচ্ছেনা প্যারাগুয়ে।
এল নিনো শক্তিশালী হতে বেজায় খুশি প্যারাগুয়ে। এই এল নিনোই ব্রাজিলের একটা বড় অংশে খরা পরিস্থিতি তৈরি করেছে। আবার সেই এল নিনোই প্যারাগুয়েতে প্রচুর বৃষ্টি ঝরিয়েছে।
প্যারাগুয়ের অন্যতম তৈলবীজ চাষ হল সয়াবিন চাষ। এল নিনোর বয়ে আনা বৃষ্টি সেই সয়াবিন চাষকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রচুর ফলন হয়েছে। ফলে বিশ্ব বাজারে পর্যন্ত সয়াবিন তৈলবীজের দাম কমেছে।
ভোজ্য তেল হিসাবে সয়াবিনের তেল সারা বিশ্বে সমাদৃত। যার যোগান প্রচুর পরিমাণে দিতে পারছে প্যারাগুয়ে। যা তাদের অর্থনীতিতেও সুস্বপ্ন দেখাচ্ছে।
প্যারাগুয়ে তাই এল নিনো-র জন্য বেজায় খুশি। সারা বিশ্ব যখন এল নিনো থেকে মুক্তির পথ খুঁজছে, তখন প্যারাগুয়ে এল নিনোর বয়ে আনা বৃষ্টিকে ধন্যবাদ জানাতে ব্যস্ত।
শুধু প্যারাগুয়ে বলেই নয়, দক্ষিণ আমেরিকার মধ্য ও দক্ষিণ ভাগে ভাল বৃষ্টি ঝরিয়েছে এল নিনো প্রভাব। আর তার ফলে সেখানে এবার দারুণ ফসলের মুখ দেখেছেন কৃষকরা।