কে বলে নেটিজেনরা শুধু মুখ খোলেন তারকাদের ‘ট্রোল’ করার জন্য? কুরুচিকর রসিকতাই কেবল তাঁদের সংস্কৃতি? তারকাদের খুঁটিনাটি নিয়ে তাঁরা নাকি কেবল নেতিবাচক মন্তব্যই করে থাকেন? তাঁদের মুখ থেকে প্রশংসা শোনা আর ডুমুরের ফুল চোখে দেখা নাকি এক? নেটিজেনদের সম্পর্কে এই ধারণা যে অনেকটাই ভুল, সে কথার প্রমাণ কিন্তু দিলেন ‘ট্রোল শিকারি’-রাই।
সম্প্রতি বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’-এ করিনা কাপুরের শরীরের অস্বাভাবিক গড়ন নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল নেট জগতে। একজন সদ্য মায়ের চেহারায় নেই মাতৃত্বজনিত লাবণ্য, উন্মুক্ত পেট, কোমর বা থাইয়ের কোথাও নেই ‘স্ট্রেচ মার্ক’-এর বিন্দুমাত্র চিহ্ন। কি করে এমনটা সম্ভব? প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। তাঁরাই পরিনীতি চোপড়ার শরীরের স্বাভাবিক ‘স্ট্রেচ মার্ক’ নিয়ে প্রশংসায় হয়ে উঠলেন একেবারে পঞ্চমুখ। বি-টাউনের উঠতি প্রতিভা পরিনীতি কিন্তু প্রথম দিকে মোটেই খুব একটা তন্বী ছিলেন না। রীতিমত স্বাস্থ্যবতী ‘ইশকজাদে’-র নায়িকা একসময় উঠেপড়ে লাগেন তাঁর নতুন লুক পেতে। জিমে গিয়ে দিনের পর দিন ঘাম ঝরিয়েছেন তিনি। কড়া খাদ্যাভ্যাসে বেঁধে ফেলেছেন নিজের রসনাকেও। এত কঠিন পরিশ্রমের ফলও কিন্তু পরিনীতি পেয়েছেন হাতেনাতে। একেবারে বলিউডের নায়িকা সুলভ চেহারা তৈরি করে ফেলেছেন তিনি।
সম্প্রতি সেই নতুন লুকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেশি গার্লের খুড়তুতো বোন। ছবিতে পরিনীতির উন্মুক্ত পেটের প্রসারিত দাগ বিশেষভাবে নজর কেড়েছে সকলের। ‘স্ট্রেচ মার্কই প্রমাণ করে দিচ্ছে আপনি কতটা ফিট’, এই ভাষাতে নেটিজেনরা দরাজ সার্টিফিকেট দিয়েছেন পরিনীতিকে। শরীরের স্ট্রেচ মার্ককে গর্বের সঙ্গে তুলে ধরায় কেউ কেউ বাহবা দিয়েছেন ‘কিল দিল’-এর অভিনেত্রীর সাহসকে। পরিনীতির পেটের প্রসারিত দাগই তাঁর কঠোর পরিশ্রমের প্রমাণ বলে মনে করছেন কেউ কেউ। সবমিলিয়ে পরিনীতি চোপড়ার শরীরে আবির্ভূত ‘স্ট্রেচ মার্ক’ নেটিজেনদের ভালমতোই মন জয় করে নিয়েছে। ভক্তদের ৫ লক্ষ ‘লাইক’ তা আরও স্পষ্ট করে জানান দিচ্ছে।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)