জীবন-মৃত্যু তাঁর পায়ের ভৃত্য। এই যুবকের নাম নাথান পাউলিন। তাঁর শখ হল বহু উঁচুতে বাঁধা দড়ির ওপর দিয়ে হাঁটা। ট্রকাডেরো স্কোয়ার থেকে আইফেল টাওয়ার পর্যন্ত শূন্যে দড়ির ওপর হেঁটে গড়লেন বিশ্বরেকর্ড। ২৩ বছরের এই অসমসাহসী প্যারিসে সিন নদীর ওপর দিয়ে ২১৯৮ ফুট হাঁটলেন। মাটি থেকে ২৩০ ফুট ওপরে দড়িটি বাঁধা হয়েছিল।
পাউলিন প্রায় আধঘণ্টা সময় লাগান তাঁর গন্তব্যে পৌঁছতে। মাটিতে দাঁড়িয়ে সমর্থন জোগানো অসংখ্য উৎসাহী জনতার সামনে নিজেরই গড়া বিশ্বরেকর্ড তিনি নিজেই ভাঙলেন। এর আগে তিনি ২১৭১ ফুট দড়ির ওপর দিয়ে হেঁটে অতিক্রম করেছিলেন। সেবামূলক কাজের জন্য অর্থ সংগ্রহে পাউলিন এই স্টান্ট দেখান।