ভালবাসার তালা ঝোলানো বিখ্যাত করে তোলে এই সেতুকে
একটি সেতু যা কেবল পায়ে হেঁটে পারাপারের জন্যই ব্যবহার হয়। এমন তো অসংখ্য সেতু রয়েছে পৃথিবীতে। কিন্তু এই সেতু বিখ্যাত তার অগুন্তি ভালবাসার তালার জন্য।
তাঁদের প্রেম যেন কখনও ভেঙে না যায়। এটা অনেক প্রেমিক প্রেমিকাই চান। তার জন্য কত কিছুই তো করেন তাঁরা। যার মধ্যে কয়েকটি কাজ তো কেবল বিশ্বাসে ভর করে। তার কোনও বৈজ্ঞানিক ভিত্তি থাকেনা। এমনই একটি ছিল এই সেতুতে তালা ঝোলানো।
প্যারিসকে বলা হয় ভালবাসার শহর। সে শহরের বুক চিরে বয়ে গেছে সীন নদী। এই নদী পারাপারের জন্য অনেকগুলি সেতু রয়েছে। যার একটি কেবল পায়ে হেঁটে পারাপারের জন্য তৈরি।
পোশাকি নাম পোঁত দে আর্টস। তবে প্যারিসের তো বটেই, এমনকি বহু পর্যটকও এই সেতুকে চেনেন লাভ লক ব্রিজ নামে। এর কারণটা এই সেতুতে দীর্ঘ সময় ধরে দেখতে পাওয়া গিয়েছে।
সেতুর ২ ধারে যে বেড়া দেওয়া ছিল তাতে ঝুলত অসংখ্য তালা। প্রেমিক প্রেমিকারা যুগলে এসে এই তালা ঝুলিয়ে দিয়ে যেতেন। তাঁদের বিশ্বাস ছিল এই সেতুর বেড়ায় তালা ঝুলিয়ে দিয়ে গেলে তাঁদের প্রেমও অটুট থাকবে। তালায় বন্দি থাকবে ভালবাসা।
সেই বিশ্বাসের ধাক্কায় সেতুর ২ দিকের বেড়া আর দেখাই যেত না। কেবল তালা। সে তালার সংখ্যা গুনে ওঠা যায়না। অসংখ্য তালায় ভরা থাকতে থাকতে সেতুর একটি অংশই একদিন ভেঙে যায়।
এই ভেঙে যাওয়ার পর আর শহর প্রশাসন এখানে তালা ঝোলাতে দেয়নি। তালা ঝোলানো বন্ধ করা হয়। এমনকি বেড়াটাও বদলে কাচের বেড়া দেওয়া হয়। যেখানে তালা ঝোলানো সম্ভব নয়।
তবে এই সেতু কিন্তু কার্যত প্যারিসের এক অমর স্মৃতি হয়ে থেকে যাবে। এ সেতু চিরকাল এই লাভ লক ব্রিজ নামেই পরিচিত হবে। যদিও এখন এই সেতুতে তালা ঝোলানো মানা।