৫২ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, চতুর্থ ব্রোঞ্জ জিতল ভারত
ভারতের ঝুলিতে আবার ব্রোঞ্জ পদক। ৩টের পর এদিন ৪ নম্বর ব্রোঞ্জ পদকটাও পেয়ে গেল ভারত। সেই সঙ্গে ৫২ বছর পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি হল।
সময়টা ছিল ১৯৬৮। সেবার মেক্সিকোয় বসেছিল অলিম্পিকসের আসর। তার ৪ বছর পর ১৯৭২ সালে অলিম্পিকস হয় মিউনিখে। ২ বারই ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জেতে। এবার ফিরে আসা যাক ২০২০ টোকিও অলিম্পিকসে। যা ১ বছর পর হয় করোনার কারণে।
সেখানে ফের ভারত ব্রোঞ্জ জেতে। এবার অলিম্পিকসের আসর প্যারিসে। সেই প্যারিসেও ভারতের ঝুলিতে এল ব্রোঞ্জ পদক। ফলে ৫২ বছর পুরনো সেই পরপর ২টি অলিম্পিকসে ব্রোঞ্জ জয়ের ইতিহাসের পুনরাবৃত্তি হল। বৃহস্পতিবার শ্রীজেশ, হরমনপ্রীতরা নেমেছিলেন ব্রোঞ্জ পদকের লড়াইতে। বিপক্ষ ছিল স্পেন।
এবার অলিম্পিকস জুড়েই ভারতের দুর্বলতা প্রকাশ পেয়েছে পেনাল্টি কর্নার থেকে গোল করায়। পেনাল্টি কর্নারকে সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় দল।
এদিন ব্রোঞ্জ পদকের লড়াইতে সেই পেনাল্টি কর্নারই ২টি গোল এনে দিয়েছে। স্পেন ১ গোল দিলেও ২-১ গোলে জয় পায় ভারত। তবে এদিন স্পেন আরও গোল পেতেই পারত যদিনা গোলপোস্ট আগলে পাঁচিলের মত দাঁড়িয়ে থাকতেন ভারতের হকি গোলকিপার শ্রীজেশ।
এই অলিম্পিকসেই শ্রীজেশ এক সুপারম্যান হয়ে উঠেছিলেন গোল বাঁচানোর ক্ষেত্রে। এদিন জীবনের শেষ ম্যাচেও সেই দেওয়াল হয়েই রক্ষা করলেন ভারতীয় গোলপোস্ট।
৩৬ বছরের শ্রীজেশকে এদিন জয়ের পরই ভারতীয় হকি দল ঘিরে নিয়ে আনন্দে মেতে ওঠে। স্পেনকে হারিয়ে এদিন ব্রোঞ্জ পেল ভারত। ফলে ভারত ৪টি ব্রোঞ্জ পেল এখনও পর্যন্ত।