ইতিহাস গড়লেন অমন, কুস্তির হাত ধরে ভারতের ঝুলিতে এল ষষ্ঠ পদক
৬ নম্বর পদকটা ঝুলিতে পুরে ফেলল ভারত। এবার পদক এল কুস্তি থেকে। তারপরেও মনখারাপ দেশবাসীর। সব হল, সোনা এল না।
প্যারিস অলিম্পিকসের আসর থেকে ১টা বিভাগেও সোনা জয় করতে পারল না ভারত। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ামঞ্চে বাজল না সোনা জেতার পর ভারতের জাতীয় সঙ্গীত। তবে নীরজ চোপড়ার সোনা হাতছাড়া হওয়ার পরদিন ফের ভারতের ঝুলিতে এল পদক।
কোনও বড় নাম নন। সে অর্থে তাঁকে নিয়ে উত্তেজনাও ছিলনা। প্রায় অখ্যাত কুস্তিগির অমন শেরাওয়াত কিন্তু কেমন যেন চুপচাপ ১টি পদক এনে দিলেন ভারতকে। শুক্রবার পুরুষদের ৫৭ কেজি বিভাগে অমন ব্রোঞ্জ পদক জয় করেন। হারান পুয়ের্তো রিকো-র দারিয়ান তোই ক্রুজ-কে।
১৩-৫ পয়েন্টে কার্যত সহজ জয় পান অমন। তবে লড়াইটা ছিল দেখার মতন। এই জয়ের হাত ধরে তিনি ভারতের জন্য আরও একটি ব্রোঞ্জ পদক জয় করলেন। ফলে পদক তালিকায় ভারতের ঝুলিতে এল ৫টি ব্রোঞ্জ ও ১টি রূপো। সোনা অধরাই থেকে গেল।
কুস্তিতে প্রথমবার অলিম্পিকসের মত আসরে পা রেখেই অমন বুঝিয়ে দিয়েছেন তিনি ভারতের নতুন ক্রীড়া তারকা। ভেঙে দিয়েছেন পিভি সিন্ধুর রেকর্ডও।
পিভি সিন্ধু এতদিন ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় যিনি অলিম্পিকসে পদক জয় করেছেন। সেই রেকর্ড ভেঙে অমন ২১ বছর ২৫ দিন বয়সে জিতলেন ব্রোঞ্জ পদক। যা নতুন এক অলিম্পিকস ইতিহাস লিখল ভারতের জন্য।
২০১৬ সালে রিও অলিম্পিকসের আসরে পদক পাওয়া পিভি সিন্ধুর বয়স তখন ছিল ২১ বছর ১ মাস ১৪ দিন। কিছু দিনের ব্যবধানে পিভি-কে হারিয়ে অমন এখন ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিকস পদক জয়ী।