World

খুলে গেল আইফেল টাওয়ার

খুলে গেল প্যারিসের আইকনিক দ্রষ্টব্য আইফেল টাওয়ার। তবে একগুচ্ছ নিয়মও জারি থাকছে।

প্যারিস : আইফেল টাওয়ার খুলে গেল। খুলে গেল সাধারণ মানুষের জন্য। পর্যটকদের জন্য। করোনা সংক্রমণ ফ্রান্সে থাবা বসানোর কারণে ৩ মাস আগে আইফেল টাওয়ার বন্ধ হয়ে যায়। দর্শকদের প্রবেশ নিষেধ হয়ে যায়। সেই প্যারিসের প্রধান আকর্ষণটি এবার খুলে গেল দর্শকদের জন্য। তবে শর্তসাপেক্ষে। প্রসঙ্গত ইউরোপের জন্য ফ্রান্স তার সীমান্ত খুলে দিয়েছে গত ১৫ জুন।

শর্ত হল কেউ মুখ না ঢেকে এখানে আসতে পারবেননা। ১১ বছরের ওপরে বয়স এমন সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে। টাওয়ারের ৩ তলা পর্যন্তই উঠতে পারবেন পর্যটকরা। তার ওপরে নয়। তাও উঠতে এবং নামতে হবে পায়ে হেঁটে। ১ জুলাই পর্যন্ত লিফট ব্যবহার করা যাবে না। একসঙ্গে সবাই উঠতে পারবেননা। সেখানেও থাকছে বিধিনিষেধ। একটা সংখ্যক মানুষকেই এক সময়ে অনুমতি দেওয়া হবে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইফেল টাওয়ার দেখা বন্ধ করা হয়েছিল। তবে তা ৩ মাসের জন্য নয়। তার চেয়ে কম সময়ে খুলে দেওয়া হয় আইফেল টাওয়ার। ১৮৮৯ সালে আইফেল টাওয়ার তৈরি হয়। তারপর থেকে এখনও পর্যন্ত সাধারণ মানুষের জন্য এতদিন টানা আইফেল টাওয়ারের দরজা বন্ধ থাকেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button