আইফেল টাওয়ারের মাথা থেকে লাফ দিয়ে মাঠে নামা যুবক জানতেন না কি অপেক্ষা করছে
আইফেল টাওয়ারের নাম সকলের জানা। সেই আইফেল টাওয়ারের চুড়ো থেকে দিব্যি লাফ দিলেন এক যুবক। নামলেন সবুজ মাঠে। তবু তাঁকে গ্রেফতার করল পুলিশ।
আইফেল টাওয়ার শুধু ফ্রান্সের গর্বই নয়, গোটা বিশ্বের অন্যতম দ্রষ্টব্য। সারাবছরই আইফেল টাওয়ার দেখতে প্যারিস শহরে পর্যটকের ভিড় লেগে থাকে। অনেকে আইফেল টাওয়ারের অনেকটা উঠেও যান। অবশ্যই সেই পর্যন্ত যতদূর পর্যটকদের যেতে দেওয়া হয়। উপর থেকে প্যারিস শহর তো বেটই, তার থেকেও অনেক দূরের স্থান স্পষ্ট নজর কাড়ে।
সেই আইফেল টাওয়ারের সর্বোচ্চ যে পর্যন্ত সকলকে যেতে দেওয়া হয়, তার পরেও বেশ কিছুটা রয়েছে মাথার দিকে। এক ব্যক্তি সুরক্ষাকর্মীদের নজর এড়িয়ে সেখানে পৌঁছে যান গত বৃহস্পতিবার।
তাঁকে দেখতে পান সুরক্ষাকর্মীরা। ধাওয়াও করেন। কিন্তু টাওয়ারের প্রায় চুড়োর কাছে পৌঁছে আচমকা সেখান থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। তবে মৃত্যু বরণ করতে নয়।
প্যারাস্যুটে চেপে আইফেল টাওয়ারের ওপর থেকে নামতে কেমন লাগে সেটা পরখ করতেই তাঁর এই কাণ্ড। তিনি আইফেল টাওয়ার থেকে প্যারাস্যুটে ভেসে নেমে পড়েন কাছের একটি স্টেডিয়ামের সবুজ গালিচায়।
এদিকে তিনি যতই ভেসে বেড়ান, মাটি থেকে তাঁকে লক্ষ্য করে ধাওয়া করছিল পুলিশ। তাই প্যারাস্যুটে নেমে একবার ঘাস জমিতে পা রাখতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি, এভাবে লুকিয়ে আইফেল টাওয়ারের চুড়োর কাছে পৌঁছে প্যারাস্যুটে লাফ দিয়ে ওই ব্যক্তি আরও অনেক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন। বিশেষত যাঁরা আইফেল টাওয়ার বা তার আশপাশে কাজ করছিলেন।