
ফের বিস্ফোরণে কেঁপে উঠল ফ্রান্সের রাজধানী। শুক্রবার মধ্য প্যারিসের একটি প্রশাসনিক ভবনের ছ’তলায় বিস্ফোরণ হয়। তীব্র শব্দে মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান এটা কোনও সন্ত্রাসবাদী হামলা নয়। গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণটি ঘটেছে। এদিকে বিস্ফোরণের পরপরই বাড়িটির ছ’তলা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বার হতে দেখা যায়। সন্ত্রাসবাদী হামলার আতঙ্কে আশপাশের বহু মানুষ বাইরে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। এদিকে বিস্ফোরণের পরই বাড়িটি থেকে সকলকে বার করে আনা হয়। আহত হওয়ায় কয়েকজনকে হাসপাতালেও পাঠানো হয়। গোটা এলাকা সুরক্ষা বাহিনী ঘিরে ফেলে। মাত্র চার মাস আগেই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার মুখে পড়েছে প্যারিস। সেই স্মৃতি এখনও তাজা সকলের মনে। তার ওপর হালেই বেলজিয়ামে হামলা চালিয়েছে জঙ্গিরা। তাই বিস্ফোরণের আতঙ্ক প্যারিসবাসীর পিছু ছাড়ছে না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।