বিরোধীরা কালো টাকা সরানোর সময় পাননি। তাই তাঁরা নোট বাতিলের বিরুদ্ধে গলা চড়াচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন ইঙ্গিত নিয়ে এদিন তুলকালাম হল সংসদে। সংসদের উভয় কক্ষে বিরোধী সাংসদরা একযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান। তাঁদের দাবি অবিলম্বে প্রধানমন্ত্রীকে সংসদে এসে একথা বলার জন্য ক্ষমা চাইতে হবে। প্রবল হট্টগোলে অবশেষে দিনের মত মুলতুবি হয়ে যায় উভয় কক্ষের অধিবেশন।
অধিবেশন ফের বসবে আগামী সোমবার। এদিকে এদিন ফের একবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে একজন জঘন্য প্রশাসক এবং বাজে রাজনীতিবিদ বলে তোপ দেগেছেন তিনি। ট্যুইটে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁর সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। বিরোধীরা সঙ্ঘবদ্ধ হলেও, প্রধানমন্ত্রী এখন একা বলেও দাবি করেছেন মমতা।