National

ঐতিহাসিক সাফল্য, ১ দশকে জালবোনা অন্য পর্যায়ে নিয়ে গেল রেল

ফের এক বড় সাফল্যের ভাগীদার হল রেল। ১ দশকে তাদের জালবোনাকে অন্য স্তরে তুলে নিয়ে গেল রেল দফতর।

দেশের মানুষকে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে ভারতীয় রেলের উদ্যোগ কখনও থেমে যায়নি। এই বিশাল দেশের কোণায় কোণায় রেল সংযোগ পৌঁছে দিতে নিরন্তর চলছে লড়াই। ভারতীয় রেলের সেই লক্ষ্য স্থির করে ছুটে চলার ক্ষেত্রে গত ১০ বছরে এক অভিনব সাফল্য এসেছে।

একেবারে রেলমন্ত্রীর পেশ করা হিসাব বলছে, গত ১০ বছরে প্রতিদিন ভারতীয় রেল ৮.৫৪ কিলোমিটার রেলপথের ভোল বদলেছে। এরমধ্যে রয়েছে নতুন লাইন পাতা, লাইনের নবীকরণ বা জোড়া লাইন তৈরি করা।


এমন কাজ নিরন্তর চলেছে। ফলে গত ১০ বছরে ভারতীয় রেল এই সব ধরনের কাজ মিলিয়ে ৩১ হাজার ১৮০ কিলোমিটার রেলপথের উন্নয়ন করেছে। যার মধ্যে অনেক রুটে নতুন লাইন পাতাও রয়েছে।

রাজ্যসভায় এই তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিভিন্ন ইকোনমিক জোনেও রেল যোগাযোগ তৈরি করেছে রেল। প্রধানমন্ত্রী গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের আওতায় এই কাজ এগিয়েছে।


মাত্র ১০ বছরে এই বিপুল পরিমাণ রেললাইনের কাজ সম্পূর্ণ করাকে অভিনব সাফল্য হিসাবেই তুলে ধরেছেন রেলমন্ত্রী। যা আখেরে দেশের সাধারণ মানুষকেই উপকৃত করেছে।

সাধারণ মানুষকে সহজ থেকে সহজতর উপায়ে তাঁদের গন্তব্য পৌঁছে দেওয়া তো রয়েছেই, সেই সঙ্গে বন্দর, খনি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে পর্যটকদের যোগাযোগকে উন্নত করাও ছিল রেলের অন্যতম লক্ষ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button