সীমান্তপারের সন্ত্রাসবাদ রুখতে গত সেপ্টেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক একটি যথোপযুক্ত পদক্ষেপ ছিল। এদিন বাজেট অধিবেশনের শুরুর দিনে নিজের ভাষণে এমনই জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সার্জিক্যাল স্ট্রাইক যে সঠিক পদক্ষেপ ছিল তা এদিন পরিস্কার করে দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, সীমানাপারের মদতপুষ্ট ও আর্থিক সাহায্যপ্রাপ্ত সন্ত্রাসবাদ জম্মু ও কাশ্মীরকে প্রভাবিত করছে। সেখানে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। বহু মানুষ মারা যাচ্ছেন। সীমানা পার করে ঢোকার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। এগুলো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এবারের বাজেট পেশকে ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিয়ে রাষ্ট্রপতি বলেন, এই প্রথম বাজেট সাইকেলকে কেন্দ্র এগিয়ে এনেছে। মিলিয়ে দেওয়া হয়েছে রেল ও সাধারণ বাজেটকে। একইসঙ্গে প্রণববাবু বলেন, কেন্দ্র বিশ্বাস করে দেশে দুর্নীতিমুক্ত রাজনীতি গড়ে তুলতে লোকসভা নির্বাচন ও সব রাজ্যে বিধানসভা নির্বাচন একসঙ্গে হওয়া উচিত। এনিয়ে আলোচনায় প্রস্তুত তারা। ঘনঘন নির্বাচন হতে থাকলে উন্নয়ন ধাক্কা খায়, আমজনতার জীবনের ওপর প্রভাব পড়ে, অনেক আবশ্যিক পরিষেবায় ব্যাঘাত ঘটে, বহু মানুষ নির্বাচনের কাজে নিযুক্ত হয়ে পড়ায় কাজকর্ম সঠিক সময়ে হয়না বলেও অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রপতি।