শেষ হল সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন দুই ভাগে সম্পন্ন হয়। বাজেট অধিবেশনের প্রথম ভাগ চলেছে ৩১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর একমাস অধিবেশন বন্ধ থাকার পর দ্বিতীয় ভাগ শুরু হয় গত ৯ মার্চ। যা ১২ এপ্রিল শেষ হল। এবারের বাজেট অধিবেশনে জিএসটি বিলকে মান্যতা দেওয়ার মত ঐতিহাসিক পদক্ষেপ হয়েছে। এছাড়া ১২টি বিল পাশ হয়েছে বাজেট অধিবেশন। সরকারের নোটবন্দি নিয়ে বিরোধীরা সোচ্চার থাকলেও খতিয়ান বলছে এবারের বাজেট অধিবেশন নিস্ফলা নয়। বরং বেশ ভালই ফলাফল বেরিয়ে এসেছে এবারের অধিবেশনে।