কেন্দ্র সব কিছুতে আধার সংযুক্তির জন্য চাপ দিচ্ছে। অথচ আধারে দেওয়া মানুষের ব্যক্তিগত তথ্য বাইরে লিক হয়ে যাচ্ছে। সেসব তথ্য সুরক্ষিতই নয়। আগে সেগুলির সুরক্ষার বন্দোবস্ত না করে কেন আধার নম্বর লিঙ্ক করার জন্য কেন্দ্র উঠে পড়ে লেগেছে? এ প্রশ্ন বারবার তুলেছে বিরোধীরা।
এদিন লোকসভায় আধারের তথ্য নিয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী পিপি চৌধুরি জানান, ২১০টি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি ওয়েবসাইটে আধারের তথ্য দেখা যাচ্ছে। যেগুলির ওপর কড়া নজর রাখছে ইউআইডিএআই। সময়মত তা সরিয়েও নেবে তারা। তবে ইউআইডিএআই থেকে কোনও আধার তথ্য লিক হয়নি বলে দাবি করেন মন্ত্রী।