National

লোকসভায় কাগজ ছুঁড়ে ৫ দিনের জন্য সাসপেন্ড ৬ কংগ্রেস সাংসদ

৬ কংগ্রেস সাংসদকে ৫ দিনের জন্য লোকসভা থেকে সাসপেন্ড করলেন স্পিকার সুমিত্রা মহাজন। সাসপেন্ড করা হয় অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, সুস্মিতা দেব, রঞ্জিত রঞ্জন, এম কে রাঘবন ও কে সুরেশ কে। স্পিকার জানান, ওই ৬ সাংসদ লোকসভা সেক্রেটারিয়েট কর্মীদের বসার জায়গায় রাখা সরকারি কাগজ তুলে ছিঁড়ে তা স্পিকারের দিকে ছুঁড়ে মারেন। এতে রীতিমত ক্ষুব্ধ হন তিনি। স্পিকার জানান, লোকসভায় এধরণের অভব্য আচরণ কখনই গ্রহণযোগ্য নয়। এরপরই ৬ কংগ্রেস সাংসদকে ৫ দিনের জন্য সাসপেন্ড করেন তিনি।

এদিন সকাল থেকেই গোরক্ষকদের তাণ্ডব নিয়ে আলোচনা চেয়ে সংসদে সোচ্চার কংগ্রেস। বিরোধীদের হৈচৈয়ের জেরে লোকসভার অধিবেশন প্রথমে ২টো পর্যন্ত। তারপর আড়াইয়ে পর্যন্ত। পরে পুরো দিনের মত মুলতুবি করে দেন স্পিকার। এরমধ্যেই এই ঘটনা ঘটে। পরে সনিয়া গান্ধী বিরোধী সাংসদদের সঙ্গে বৈঠক করেন। ঠিক হয়েছে আগামী মঙ্গলবার এই সাসপেনশনের বিরুদ্ধে সংসদে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসবেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button