
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১০০টি সেতুর যা পরিস্থিতি তাতে সেগুলি যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে। এদিন লোকসভায় এমনই জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকরী।
দেশের ১ লক্ষ ৬০ হাজার সেতুর অডিট রিপোর্ট হাতে পাওয়ার পরই এমন জানিয়েছেন তিনি। এই সেতুগুলি অবিলম্বে সারাইয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এই প্রসঙ্গে গত বছর মহারাষ্ট্রের রায়গড়ে সাবিত্রী নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি একটি ব্রিজ ভেঙে পড়ার ঘটনার কথা মনে করিয়ে দেন মন্ত্রী।