National

মোঘলসরাইয়ের নাম বদলে দীনদয়াল উপাধ্যায়, সংসদে তুলকালাম

মোঘলসরাই জংশন। ভারতের হাতে গোনা কয়েকটা শতাব্দীপ্রাচীন স্টেশনের একটি। ১৮৬২ সালে তৈরি প্রাচীন এই স্টেশনের নাম বদলে স্বাধীনতা সংগ্রামী দীনদয়াল উপাধ্যায়ের নামে করতে উঠেপড়ে লেগেছে বিজেপি।

উত্তরপ্রদেশের মসনদে মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথ বসার পরই নতুন সরকার কেন্দ্রের কাছে আবেদন জানায়, তারা মোঘলসরাইয়ের নাম বদলে দীনদয়াল উপাধ্যায়ের নামে করতে চায়। সেই আবেদনে গত বৃহস্পতিবারই সবুজ সংকেত দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এতেই চটেছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি।


শুক্রবার রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন দুই দলের সাংসদরা। সমাজবাদী পার্টির তরফে দাবি করা হয় এমন একজনের নামে মোঘলসরাই স্টেশনের নামকরণের চেষ্টা চলছে যাঁর স্বাধীনতা সংগ্রামে কোনও অবদানই নেই। সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়াল দাবি করেন, বিজেপি দেশের চরিত্রই বদলে ফেলতে চাইছে। উত্তরপ্রদেশের ম্যাপই বদলে দিচ্ছে তারা।

পাল্টা বিজেপির তরফে মুখতার আব্বাস নাকভি মুম্বইয়ের ভিক্টোরিয়া টার্মিনাসের প্রসঙ্গ টেনে বলেন, ওই স্টেশনের নামও তো বদলে ছত্রপতি শিবাজি টার্মিনাস করা হয়েছে। বিরোধীদের হৈ হট্টগোলে ১০ মিনিটের জন্য মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button