গুজরাট বিধানসভা নির্বাচনের প্রভাব পড়তে পারে সংসদের অধিবেশনে। ইতিমধ্যেই সংসদের শীতকালীন অধিবেশন পিছিয়ে দিতে সওয়াল শুরু করেছেন বেশ কয়েকজন বিজেপি সাংসদ। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের তৃতীয় সপ্তাহে। শেষ হয় বড়দিনের আগে। কিন্তু এবার গুজরাটে ভোটের কারণে বিজেপি ও কংগ্রেসের প্রথম সারির সাংসদরা গুজরাটে দলীয় প্রচারের কাজে ব্যস্ত। তাই এই পরিস্থিতিতে যদি অধিবেশন বসে তাহলে নানান ইস্যুতে বিতর্ক চালাতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে বলে সওয়াল করেছেন বিজেপি সাংসদদের একাংশ।
যদিও বিজেপি শীতকালীন অধিবেশন পিছতে চাইলেও তাতে বড় একটা আমল দিচ্ছে না বিরোধীরা। বরং অধিবেশন শুরু হলে জিএসটি সহ বেশ কিছু ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরে গুজরাট নির্বাচনে ফায়দা তুলতে চাইছে তারা।