সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন বড়দিনের আগেই শেষ হয়। কিন্তু এবার গুজরাটে নির্বাচন থাকায় অধিবেশন পিছিয়েছে। গত বৃহস্পতিবার গুজরাটে শেষ দফার ভোটগ্রহণ মেটার পর শুক্রবার থেকে শুরু হল অধিবেশন। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। যারমধ্যে সংসদে অধিবেশন বসতে পারছে ১৪ দিন।
প্রথমদিন অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শীতকালীন অধিবেশনে সৃজনশীল তর্কের মধ্যে দিয়ে কিছু নতুন ভাবনা সামনে আসার বিষয়ে তিনি আশাবাদী। যা আখেরে দেশের উন্নতিতে কাজে লাগবে। অধিবেশনে সুষ্ঠুভাবে চালাতে বিরোধীদেরও আহ্বান জানান তিনি।