National

আফরাজুল কাণ্ডে সরব কংগ্রেস, দফায় দফায় মুলতুবি রাজ্যসভা

আফরাজুল হত্যাকাণ্ডের আঁচে উত্তপ্ত হয়ে উঠল শীতকালীন অধিবেশন। রাজস্থানে আফরাজুল খানের নৃশংস হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত চেয়ে বুধবার সকাল থেকেই রাজ্যসভায় তুমুল হৈচৈ শুরু করেন কংগ্রেস সাংসদরা। রাজ্যসভার বাইরে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন অধীররঞ্জন চৌধুরী, মৌসম বেনজির নূর, প্রদীপ ভট্টাচার্যসহ অন্য সাংসদরা। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আপত্তিকর মন্তব্য করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দাবিতেও এদিন অনড় ছিলেন তাঁরা।

সদ্য গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে ভালই বেগ পেয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। স্বভাবতই পরাজিত হলেও কংগ্রেসের আত্মবিশ্বাস এখন অনেকটাই তুঙ্গে। তাই বুধবার সকাল থেকেই নিজেদের দাবি নিয়ে দফায় দফায় ক্ষোভ প্রকাশ করতে থাকেন সাংসদরা। বিজেপিশাসিত রাজ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ফলে দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। এদিকে আফরাজুল কাণ্ড নিয়ে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবেন বলেও জানিয়েছেন কংগ্রেস সাংসদরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button