দেখা হতেই মাকে কুলভূষণ যাদবের শঙ্কিত প্রশ্ন ছিল বাবা কেমন আছেন? তাঁর মনে হয়েছিল নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে। কারণ তাঁর মা অবন্তীদেবীর গলায় ছিলনা মঙ্গলসূত্র। মাথায় ছিল না টিপ, হাতে ছিল না বালা। এদিন সংসদে কুলভূষণ যাদব প্রসঙ্গে বিবৃতি দিতে গিয়ে ক্ষুব্ধ গলায় এমনই জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কুলভূষণ যাদবের মা ও স্ত্রীকে তাঁদের শাড়ি খুলিয়ে সালোয়ার কামিজ পড়তে বাধ্য করা হয় বলেও উষ্মা প্রকাশ করেন তিনি।
গত ২৫ ডিসেম্বর ইসলামাবাদে পাক জেলে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে দেখা হয় তাঁর মা অবন্তীদেবী ও স্ত্রী চেতনকুলের সঙ্গে। সেই সাক্ষাতকে পাক সরকার প্রহসনে রূপান্তরিত করেছে বলে দাবি করে ভারত। কাচের দেওয়ালের ওপারে বসে থাকা কুলভূষণের সঙ্গে দেখা হওয়ার পর ফিরে এসে তাঁর মা ও স্ত্রী দেখা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। তাঁকে সব খুলে বলেন। সেকথা বলতে গিয়েই সুষমা স্বরাজ এদিন সংসদে আরও বলেন, সেদিন প্রথম সাক্ষাতে মাকে ওই অবস্থায় দেখে চমকে উঠেছিলেন কুলভূষণ। তাঁর মা দেখা হওয়ার আগে পাক প্রশাসনকে বোঝানোর চেষ্টাও করেন যে মঙ্গলসূত্র তাঁর সংস্কৃতিতে সধবার প্রতীক। তা তিনি কখনও খোলেন না। কিন্তু সেসব কথায় কান না দিয়ে ওপরতলার নির্দেশের দোহাই দিয়ে মঙ্গলসূত্র, বালা ও টিপ খুলে ঢুকতে বাধ্য করা হয় তাঁদের।
সুষমা স্বরাজ এদিন সংসদে কুলভূষণ যাদবের স্ত্রীর সঙ্গে পাক আধিকারিকদের আচরণেরও তীব্র নিন্দা করেন। তিনি জানান, ইসলামাবাদে কুলভূষণ যাদবের স্ত্রীকে একবার বলা হয় তাঁর পায়ের জুতোয় চিপ লাগানো আছে। আবার বলা হয় ক্যামেরা লাগানো আছে। কখনও বলা হয় তাদের সন্দেহ জুতোয় নাকি রেকর্ডার লাগানো আছে! তীব্র কটাক্ষের সুরেই বিদেশমন্ত্রী জানান, ঈশ্বরকে ধন্যবাদ যে জুতোয় বোমা লুকনো আছে বলেনি!
পাক সরকার দাবি করেছিল মানবিকতার খাতিরে তারা ভারতীয় গুপ্তচরের তকমা সেঁটে পাক সামরিক আদালতে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কুলভূষণ যাদবের সঙ্গে মা ও স্ত্রীয়ের দেখা করানোর বন্দোবস্ত করেছে। এদিন বিদেশমন্ত্রী বলেন, ওদিন যা হয়েছে তাতে মানবিকতা ও সমবেদনার তিলমাত্র খুঁজে পাওয়া যায়নি। কড়া সুরেই সুষমা স্বরাজ জানান, যেভাবে কুলভূষণ যাদবের পরিবারের মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, সাক্ষাতের সময়ে তাঁদের জন্য যে ধরণের আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল, তার নিন্দা করার ভাষা তাঁর কাছে নেই।
ইতিমধ্যেই ভারতের তরফে কুলভূষণ যাদবের পরিবারের সঙ্গে এহেন আচরণের জন্য পাক সরকারকে ভারত সরকারের আপত্তির কথা জানানো হয়েছে বলেও এদিন সংসদে জানান বিদেশমন্ত্রী।
(ছবি – সৌজন্যে – রাজ্যসভা টিভি)