মাঝে একটা ২৩ দিনের বিরতি। তারপর ফের সংসদে সোমবার থেকে শুরু হল বাজেট অধিবেশন। এটাই হয়। ভারতীয় সংসদে বাজেট অধিবেশন দুভাগে বসে। প্রথমভাগে বাজেট পেশ করা হয়। তা নিয়ে বেশ কিছুদিন আলোচনা হয়। মাঝে বিরতি। তারপর ফের শুরু হয় বাজেট অধিবেশন। দ্বিতীয় ভাগের সেই বাজেট অধিবেশনের প্রথম দিনের শুরুতেই প্রয়াত সাংসদদের প্রতি প্রথা মেনেই শ্রদ্ধাজ্ঞাপন করা হয় সোমবার। তারপর শুরু হয় অধিবেশন। আর এবার অধিবেশন শুরু হলেই যে বিষয়টি বিরোধীদের তরফ থেকে সামনে আসার কথা ছিল সেটিই সামনে এসেছে।
পিএনবি কাণ্ড ও নীরব মোদীর অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রীর জবাবদিহি চেয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল, টিডিপি ও টিআরএস সাংসদরা। যোগ দেয় অন্যান্য বিরোধী দলগুলিও। কংগ্রেসও এদিন সোচ্চার হয়। বিরোধীদের দাবি ছিল কার্তি চিদম্বরমকে ধরা হল। অথচ কি করে নীরব মোদী এতবড় ঘোটালা করে দেশ থেকে পালিয়ে গেলেন? পি চিদম্বরম তাঁর ছেলের গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেন। সব মিলিয়ে শুরু হয় তুমুল হট্টগোল। এই অবস্থায় প্রথমে দুপুর পর্যন্ত ও পরে সারাদিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন।
অন্যদিকে রাজ্যসভায় এদিন বিজেপিরই জোটসঙ্গী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সাংসদরা অন্ধ্রপ্রদেশের জন্য ‘স্পেশাল ক্যাটাগরি স্টেটাস’ দাবি করতে থাকেন। প্রবল হট্টগোলে রাজ্যসভার অধিবেশনও মুলতুবি হয়ে যায়।