২ হাজার টাকার নোট বন্ধ করার কোনও প্রস্তাব কেন্দ্রের কাছে নেই। তাই ২০১৬ সালে নোটবন্দির পর চালু হওয়া ২ হাজার টাকার নোট বন্ধ হচ্ছে না। এদিন একথা পরিস্কার করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণন। বেশ কিছুদিন ধরেই দেশ জুড়ে রটনা চলছিল, কেন্দ্র ২ হাজার টাকার নোট ছাপানো নাকি বন্ধ করে দিচ্ছে। সেই জল্পনায় এদিন জল ঢেলে দিলেন মন্ত্রী।
লোকসভায় রাধাকৃষণন আরও জানান, কেন্দ্র পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের নোট বাজারে ছাড়বে। পরীক্ষার জন্য ৫টি শহরে এই নোট ছাড়া হবে। কোচি, মাইসোর, জয়পুর, সিমলা ও ভুবনেশ্বর, এই ৫টি শহরে প্লাস্টিকের ১০ টাকার নোট ছাড়া হবে বলে জানান তিনি। তবে কবে থেকে এই প্লাস্টিকের নোট পরীক্ষা শুরু হবে তা পরিস্কার করেননি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।