শুক্রবার দেশজুড়ে ৫৯টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ। যারমধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আসন রয়েছে। যার ভাগাভাগিটা পরিস্কার। ৪টি আসন তৃণমূলের নিশ্চিত। বাকি ১টি আসনে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনার মত যথেষ্ট সংখ্যক ভোট নেই। তবে কংগ্রেসকে সমর্থন করলে কংগ্রেসের প্রার্থী রাজ্যসভায় সাংসদ হিসাবে যেতে পারবেন। সেখানে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে সমর্থনের কথা জানিয়েছে তৃণমূল। ফলে পশ্চিমবঙ্গের সবকটি আসনের ফলাফল কার্যত নিশ্চিত হয়েই ভোটগ্রহণ চলছে। অর্থাৎ ভোটগ্রহণটা নেহাতই নিয়মসর্বস্ব। তবে তার মাঝেও একটাই দেখার বিষয় যে কোনও ক্রসভোটিং হয় কিনা। এদিন সকাল ৯টা থেকে বিধানসভায় শুরু হয়েছে ভোটগ্রহণ। যাঁদের সাধারণ মানুষ লাইন দিয়ে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন, এদিন তাঁরাই সকাল থেকে বিধানসভার ভোটগ্রহণ কক্ষের বাইরে লাইন দেন। এদিনের ভোটে বামেরা রবীন দেবকে প্রার্থী করলেও তাঁর জেতার সম্ভাবনা যে নেই তা মেনে নিচ্ছেন খোদ বাম বিধায়কেরাও।
অন্যদিকে উত্তরপ্রদেশে অখিলেশ মায়াবতী কাছাকাছি এসে বিজেপিকে তাদের ২ দুর্গ থেকে উৎখাত করে দিয়েছে। উত্তরপ্রদেশের ১০টি আসনের মধ্যে ৮টি আসন অমিত শাহ-র মোটামুটি পাকা। ১টি বসপা ও ১টি সপার পাওয়ার কথা। এখানে অন্য কোনও এদিক ওদিক হয় কিনা সেদিকেই চেয়ে সকলে।