রেলে এখন চলছে নতুন নিয়োগের কাজ। তারমধ্যেই আরও ৩২ হাজার পদে চাকরির কথা জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আরও ৩২ হাজার চাকরির কথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ১ লক্ষ ৩২ হাজার মোট পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।
এই নতুন যে ৩২ হাজার পদে নিয়োগ হচ্ছে তার বেশিরভাগটাই হচ্ছে রেল লাইনের সুরক্ষার দেখভালে। নিয়োগ হবে লেভেল ১ পদে। অর্থাৎ গ্রুপ ডি পদে। তবে সব চাকরিই স্থায়ী চাকরি হতে চলেছে।
রেলমন্ত্রী এদিন রাজ্যসভায় জানান, রেলের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। এজন্য সাকুল্যে ১৩ হাজার কোটি টাকার যন্ত্র কেনা হচ্ছে। যা দেশের রেল সুরক্ষাকে মজবুত করবে। গত এক বছরে রেল দুর্ঘটনাতেও রাশ টানা সম্ভব হয়েছে বলে জানান তিনি।