
বৃহস্পতিবার ২ হরির লড়াইয়ের দিকে চেয়েছিল রাজনৈতিক মহল। একজন হরিবংশ নারায়ণ সিং। এই জেডিইউ সাংসদ ছিলেন এনডিএ প্রার্থী। অন্যজন বিকে হরিপ্রসাদ। এই কংগ্রেস সাংসদকে বিরোধী ইউপিএ-র তরফে দাঁড় করানো হয়েছিল। লড়াই ছিল রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে হবেন তা নিয়ে। সেই লড়াইয়ে হরিপ্রসাদ কড়া প্রতিদ্বন্দ্বিতা দিলেও শেষ হাসি হাসলেন হরিবংশই। এক হরিকে হারিয়ে অন্য হরি হলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। যা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির হাসিও চওড়া করেছে।
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের জন্য এদিন সংসদের উচ্চকক্ষে ভোটাভুটি হয়। উপস্থিত সাংসদরা ভোট দেন। ভোট দানে বিরত থাকেন আপ, ওয়াইএসআর কংগ্রেস ও পিডিপি সাংসদরা। কমপক্ষে ১১৯টি ভোট যাঁর ঝুলিতে পড়বে তিনিই জিতবেন। এই অবস্থায় ভোটাভুটির পর দেখা যায় এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং পেয়েছেন ১২৫টি ভোট। অন্যদিকে ইউপিএ প্রার্থী বিকে হরিপ্রসাদ পেয়েছেন ১০৫টি ভোট।
এদিনের জয়ের পর খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিবংশ নারায়ণ সিংকে শুভেচ্ছা জানান। তাঁকে শুভেচ্ছা জানান কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। পাশাপাশি বিরোধীদের দিকে একটু বেশি নজর দেওয়ার অনুরোধ করেন তিনি। চেয়ারম্যান ও নব নির্বাচিত ডেপুটি চেয়ারম্যানের জন্যই এই অনুরোধ ছিল তাঁর। অন্যদিকে এই নিয়ে হাল্কা মেজাজেই হাসিঠাট্টা করেন অরুণ জেটলি।