সংসদে রয়েছেন বিভিন্ন ভাষাভাষীর নেতারা। তাঁরা চাইলে সংবিধানের অষ্টম শিডিউলের তালিকাভুক্ত ২২টি ভাষায় সংসদে কথা বলার দাবি রাখেন। কিন্তু অনুবাদকের অভাবে এতদিন লোকসভায় ১৭টি ভাষার ব্যবহার করা যেত। বাকি ৫টি ভাষা অনুবাদের উপায় না থাকায় এতদিন তা লোকসভায় সাংসদদের বক্তব্য রাখার ভাষা হিসাবে মান্যতা পাচ্ছিল না। এবার পেল।
গত বৃহস্পতিবার লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন জানান, এতদিন লোকসভায় ১৭টি ভাষা ব্যবহার করা যেত। কিন্তু এখন থেকে ২২ টি ভাষা ব্যবহার করা যাবে। নতুন ৫টি ভাষা হল ডোগরি, কাশ্মীরী, কোঙ্কণি, সাঁওতালি ও সিন্ধি। তবে শর্ত একটাই, এসব ভাষায় বক্তব্য রাখতে চাইলে সাংসদকে ২৪ ঘণ্টা আগে তা জানিয়ে দিতে হবে।
প্রসঙ্গত এই বাদল অধিবেশন শুরুর আগেই এই ৫টি ভাষাতে বক্তব্য পেশের অধিকার রাজ্যসভায় সুনিশ্চিত করেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। উচ্চকক্ষের পর এবার সংসদের নিম্নকক্ষেও সেই একই নিয়ম চালু হল।