সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। এদিন ছিল অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন সকালে প্রশ্নোত্তর পর্ব শুরু হতে লোকসভায় উঠে দাঁড়ান কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তিনি রাফাল নিয়ে আলোচনার প্রস্তাব করেন। সে প্রস্তাব গৃহীত না হলেও কংগ্রেস সাংসদরা এই আলোচনার দাবিতে সোচ্চার হন। পাশে এক এক করে যুক্ত হন অন্য বিরোধী দলের সাংসদরাও।
কংগ্রেসের রাফাল ইস্যু নিয়ে আলোচনার দাবির পাশাপাশি সোচ্চার হন শিবসেনা সাংসদরা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শরিক হলেও শিবসেনা এদিন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সোচ্চার হয়। জোড়া আক্রমণে কার্যত লোকসভা অধিবেশন কক্ষে চিৎকার চেঁচামেচি শুরু হয়। অবস্থা বিবেচনা করে দুপুর পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন। দুপুরে ফের সংসদ শুরু হলেও বিরোধীদের হৈচৈ সমানতালেই বজায় ছিল। ওয়েলে নেমে বিক্ষোভে সামিল হন বিরোধীরা। অবস্থা বুঝে এদিনের মত সংসদ মুলতুবি করে দেন স্পিকার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)