সংসদ শুরুর পর থেকেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বিরোধীদের হৈচৈতে থমকে গেছে। সোমবারও কংগ্রেস সাংসদরা যেখানে রাফাল চুক্তি নিয়ে জেপিসি-র দাবিতে অনড় অবস্থান নিয়ে হৈচৈ শুরু করেন, সেখানে এডিএমকে সাংসদরা কাবেরী নদীর ওপর কর্ণাটক সরকারের বাঁধ নির্মাণের বিরোধিতায় সোচ্চার হন। টিডিপি সাংসদরা আবার অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার দাবিতে ওয়েলে নেমে চিৎকার শুরু করেন। এই চিৎকার চেঁচামেচির মধ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দ্যা মুসলিম ওম্যান (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) বিল, ২০১৮ বা সহজ কথায় তিন তালাক বিল লোকসভায় পেশের অনুমতি চান।
আইনমন্ত্রীর এই আবেদনের বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সংসদের মৌলিক অধিকারের ১৪ ও ২১ নম্বর ধারা এই বিল পেশের ফলে লঙ্ঘিত হবে বলে দাবি করেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট মুসলিম মহিলাদের অধিকার রক্ষার যে রায় দিয়েছে তা রক্ষা করতেই এই বিল পেশ করা হচ্ছে। বিল পেশ হয় লোকসভায়। তবে তারপরই ফের মুলতুবি হয়ে যায় অধিবেশন। প্রসঙ্গত গত ১৯ সেপ্টেম্বর তিন তালাককে ফৌজদারি অপরাধ বলে চিহ্নিত করে একটি অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্র।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)