লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেছে তিন তালাক বিল। সেখানে বিজেপি সংখ্যার নিরিখে অনেকটাই এগিয়ে। ফলে সেখান থেকে একটি বিলকে পাশ করানো কঠিন ছিলনা। কিন্তু রাজ্যসভায় বিজেপির সেই সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে রাজ্য সভায় বিলটি পাশ করানো বিজেপির সামনে একটা বড় চ্যালেঞ্জ। বিলটি কখন রাজ্যসভায় আসবে তার জন্য উল্টোদিকে অপেক্ষায় ছিল বিরোধীরাও। বছরের শেষ দিনে সংসদের উচ্চকক্ষে বিলটি পেশ করার পর যাতে তা পাশ করানো যায় সেজন্য দলীয় সাংসদদের এদিন রাজ্যসভায় হাজির থাকতেই হবে বলে হুইপ জারি করেছিল বিজেপি।
অন্যদিকে বিরোধীরা তিন তালাক বিলকে পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠাতে অনড় অবস্থান নিয়েছে। যাতে আবার কেন্দ্র রাজি নয়। এই অবস্থায় সোমবার দুপুর ২টো পর্যন্ত রাজ্যসভা মুলতুবি থাকার পর অধিবেশন বসলে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তিন তালাক বিল রাজ্যসভায় পেশ করেন। দ্রুত প্রতিবাদে সরব হন বিরোধীরা। তাঁরা বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য সোচ্চার হন। শুরু হয় তুমুল হট্টগোল। এই অবস্থায় সভার কাজ চালানো সম্ভব নয় বুঝে দিনের মত রাজ্যসভা মুলতুবি ঘোষণা করেন চেয়ারম্যান। ফলে কোনও সিদ্ধান্তে না এসেই দিনের মত রাজ্যসভায় থমকে যায় তিন তালাক বিল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)