লোকসভায় অস্বাভাবিক বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে এআইএডিএমকের ২৪ জন সাংসদকে ৫ দিনের জন্য সাসপেন্ড করলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। হট্টগোল লোকসভায় নতুন কিছু নয়। সেখানে সভা বারবার মুলতুবিও হয়। বিরোধীরা বিভিন্ন ইস্যুতে হৈচৈ করেন। এদিন যখন রাফাল ইস্যু নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে, তখনই এআইএডিএমকের সাংসদরা হট্টগোল শুরু করেন।
ওয়েলে নেমে আসেন তাঁরা। এআইএডিএমকে সাংসদরা পড়শি রাজ্য কর্ণাটকে কাবেরী নদীর ওপর ড্যাম তৈরির বিরোধিতা করে সোচ্চার হন। স্পিকারের সামনে এসে তাঁরা কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুঁড়ে দেন। এই অবস্থায় স্পিকার সতর্ক করলেও তাতে কান দেননি সোচ্চার সাংসদরা। তারপরই ২৪ জনের নাম পড়ে তাঁদের ৫ দিন সাসপেন্ড করা হল বলে ঘোষণা করেন স্পিকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরকার বিরোধী স্লোগান দিতে দিতে সংসদ চত্বরে পরে মিছিল করেন এআইএডিএমকে সাংসদরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)