
আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের এবছরের শীতকালীন অধিবেশন। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে শীতকালীন অধিবেশন শুরু হয়।কিন্তু এবছর সেই সময় কিছুটা এগিয়ে আনা হচ্ছে। শীতকালীন অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে কেন্দ্র।
প্রতি বছর সংসদের ৩টি অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশন, বাদল অধিবেশন ও শীতকালীন অধিবেশন। এরমধ্যে বাজেট অধিবেশন বসে দুভাগে ভেঙে। আগামী বছর থেকে বাজেট অধিবেশনকে ফেব্রুয়ারিতে না করে জানুয়ারিতে করার কথাও ভেবে দেখছে সরকার।