লোকসভার সদস্য হিসাবে শপথবাক্য পাঠ অন্য সাংসদদের হয়ে গেছে। লোকসভাও চালু রয়েছে পুরোদমে। কিন্তু বিয়ের জন্য লোকসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হতে পারেননি বসিরহাটের সাংসদ নুসরত জাহান। বিয়ে হয়েছে তুরস্কে। আর সেখানে নুসরতের সঙ্গে হাজির ছিলেন তাঁর বন্ধু যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। ফলে তিনিও শপথগ্রহণ পর্ব থেকে বিরত ছিলেন। মঙ্গলবার দুজনেই হাজির হলেন সংসদে। শপথবাক্যও পাঠ করলেন।
মঙ্গলবার নুসরত জাহান ও মিমি চক্রবর্তী দুজনেই হাজির হন সংসদে। প্রথম দিনে শপথগ্রহণ করেন দুজন। দুজনেই বাংলায় শপথবাক্য পাঠ করেন। দুজনেরই বলার শেষে শোনা গেছে জয় বাংলা ধ্বনি। বিজেপির জয় শ্রীরাম ধ্বনির পাল্টা জয় বাংলা ধ্বনির কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সেই আদেশই এদিন শপথের সময় পালন করেন তৃণমূলের ২ সাংসদ।
প্রথম দিনে সদ্য বিবাহিত নুসরত জাহানের পরনে ছিল সাদা ও বেগুনি রঙের শাড়ি। হাতে গয়না। হাত জুড়ে ছিল বিয়ের মেহেন্দি। কপালে সিঁদুর। মিমির পরনে ছিল হাল্কা রঙের পোশাক। নুসরত এদিন বলেন, তাঁর লোকসভা এলাকার মানুষের অনেক সমস্যা রয়েছে। সেগুলি তিনি একে একে সংসদে তুলে ধরতে চান। গত রবিবারই বিয়ে সেরে স্বামীর সঙ্গে কলকাতা ফিরেছেন নুসরত। তারপর এদিন এলেন সংসদে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা