National

লোকসভার পর রাজ্যসভাতেও পাশ ৩ তালাক বিল

লোকসভার পর রাজ্যসভাতেও মঙ্গলবার পাশ হয়ে গেল ৩ তালাক বিল। ফলে এবার আর বিলটির আইন হওয়ায় খুব একটা বাধা রইল না। রাষ্ট্রপতির সই হলেই তা আইনে রূপান্তরিত হয়ে যাবে। লোকসভায় বিলটি পাশ হওয়ার পর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল রাজ্যসভায় সেটিকে পাশ করানো। আর সেখানেই তুখোড় অঙ্কে বেরিয়ে গেল তারা। পাস হয়ে গেল ৩ তালাক বিল। ৯৯-৮৪ ভোটে বিরোধীরা পরাজিত হয়।

৩ তালাক বিল পাস নিয়ে এদিন রাজ্যসভায় বক্তব্য পেশের সময় কংগ্রেসের তরফে জানানো হয় তারা ৩ তালাক বিলে বেশ কিছু রদবদল চাইছে। তাই এটাকে এখনই সিলেক্ট কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হোক। সেই দাবিকে সামনে রেখে প্রথমে রাজ্যসভায় ভোটাভুটি হয়। চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর উপস্থিতিতে ভোটাভুটি হয়। সিলেক্ট কমিটিতে পাঠানোর ভোটাভুটি ১০০-৮৪ ভোটে হেরে যান বিরোধীরা।


সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি ভোটাভুটির মধ্যে দিয়ে নামঞ্জুর হওয়ার পর শুরু হয় ৩ তালাক নিয়ে ভোট। সেখানে ৯৯-৮৪ ভোটে হেরে যান বিরোধীরা। সাংসদদের এদিন রাজ্যসভায় উপস্থিত থাকতে হুইপ জারি করেছিল কংগ্রেস, তৃণমূলের মত দলগুলি। এদিন অবশ্য ভোটাভুটিতেই অংশ নেননি বেশ কয়েকটি দলের সাংসদরা। যারমধ্যে জেডিএস, টিআরএস-এর মত দল রয়েছে। ফলে সরকারের ভোটাভুটিতে জয় পাওয়ার রাস্তা অনেকটাই পরিস্কার হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button