জম্মু কাশ্মীর তো বটেই, এমনকি পাক অধিকৃত কাশ্মীর বা চিন অধিকৃত আকসাই চিনও ভারতেই ভূখণ্ড। মঙ্গলবার লোকসভায় বক্তব্য রাখতে দিয়ে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রশ্নের উত্তর দিতে উঠে অমিত শাহ বলেন যখনই তিনি জম্মু কাশ্মীর বলবেন তখন তিনি সেই ভূখণ্ডে পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চিনকেও বোঝাবেন। তিনি আরও বলেন, এই ভূখণ্ডকে রক্ষা করতে তিনি জীবনও দিতে পারেন।
লোকসভায় অধীর চৌধুরী এদিন প্রশ্ন তোলেন জম্মু কাশ্মীর প্রসঙ্গ রাষ্ট্রসংঘে বিচারাধীন। আর তাই যদি হয় তাহলে এটা ভারতের নিজস্ব বিষয় হল কীভাবে? সরকার এটা স্পষ্ট করুক যে এটা দ্বিপাক্ষিক বিষয় নাকি একক বিষয়। এছাড়া অধীর চৌধুরী লাহোর ঘোষণা ও সিমলা চুক্তির প্রসঙ্গ তুলেও বলেন, জম্মু কাশ্মীর নিয়ে সরকার বোঝাক তারা কী করতে চাইছে। তাঁরা জানতে চান সরকারের কাছে। বুঝতে চান পুরো বিষয়টি। পাল্টা অমিত শাহ এরপর কংগ্রেসের দিকে প্রশ্ন ছুঁড়ে বলেন, কংগ্রেস আগে তাদের অবস্থান স্পষ্ট করুক। তারা জম্মু কাশ্মীর নিয়ে কী ভাবছে।
মঙ্গলবার লোকসভায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৭০ বছরের ভুলকে শোধরানো হল বলে ব্যাখ্যা করেন বিজেপি সাংসদেরা। এদিকে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে শরিক তো বটেই এমনকি অনেক বিরোধী দলেরও সমর্থন পেয়েছে বিজেপি। এমনকি কংগ্রেসের কয়েকজন নেতাও এর সমর্থন করেছেন। এদিন রাজস্থানের ২ কংগ্রেস বিধায়কও কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এজন্য অভিনন্দনও জানিয়েছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা