সংসদ হামলার পর ঢেলে সাজানো হয়েছিল সংসদের সুরক্ষা। সেই সুরক্ষা তৎপরতা সময়ের সঙ্গে বেড়েছে বই তো কমেনি! সেইসঙ্গে সুরক্ষায় এখন ব্যবহার হচ্ছে আধুনিক নানা প্রযুক্তি। তারপরও কীভাবে অতিসুরক্ষিত সংসদের ১ নম্বর গেটের সামনে পৌঁছতে পারল ১ যুবক তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার সকালে সংসদের ১ নম্বর গেট দিয়ে সংসদ চত্বরে ঢোকার মুখে ওই যুবককে গ্রেফতার করতে সমর্থ হন সুরক্ষাকর্মীরা।
ওই যুবকের কাছে একটি ছুরি ছিল। মোটরবাইকে সে সেখানে হাজির হয়। মোটরবাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই যুবক ঠিক কী উদ্দেশ্যে সংসদে ছুরি হাতে ঢোকার চেষ্টা করছিল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে তাকে যখন গ্রেফতার করা হচ্ছে তখন সে স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিমের নামে স্লোগান দিচ্ছিল। এই রাম রহিমই ধর্ষণের দায়ে আপাতত জেলে রয়েছে।
ওই যুবক দিল্লিরই বাসিন্দা। পূর্ব দিল্লির লক্ষ্মীনগর এলাকায় সে তারা বাবা-মায়ের সঙ্গে থাকে। হকারের কাজ করেই দিন গুজরান করে ওই পরিবার। ওই যুবক দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর লেখাপড়া ছেড়ে দেয়। যে বাইকে সে সংসদে পৌঁছয় তা তার দাদার বলেও জানতে পেরেছে পুলিশ। রাম রহিমের সঙ্গে তার যোগ বা কী উদ্দেশ্য নিয়ে সে সংসদে প্রবেশ করছিল সে বিষয়ে অবশ্য এখন পুলিশ কিছু জানায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা