পার্শ্বশিক্ষকদের অনশনকে সামনে রেখে শুক্রবার লোকসভায় জিরো আওয়ারে বক্তব্য রাখতে ওঠেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুরু থেকেই রাজ্য সরকারের দিকে আক্রমণ হেনে লকেট বলেন, ১২ দিন ধরে পার্শ্বশিক্ষকরা তাঁদের দাবি নিয়ে অনশনে বসে আছেন। ১ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে। কিন্তু এ নিয়ে হেল দোল নেই রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ নিয়ে এখনও কিছু বলেননি। মুখ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে একটা কথাও বলেন না। এভাবে চলতে থাকলে বহু পার্শ্বশিক্ষকের মৃত্যু হবে। পশ্চিমবঙ্গ সরকার এঁদের মেরে ফেলবে। রাজ্য কোনও আইনশৃঙ্খলা নেই বলেও দাবি করেন বিজেপি সাংসদ।
লকেট চট্টোপাধ্যায় যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন তখন তৃণমূল সাংসদরা এর বিরোধিতা করেন। এগিয়ে আসেন সামনের সারির দিকে। সেখানে বিজেপি সাংসদদের সঙ্গে তাঁদের প্রবল বাকযুদ্ধ শুরু হয়। যা ১০ মিনিট চলে। লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য শেষ হলে সকলকে নিজের নিজের আসনে ফিরে যেতে বলেন স্পিকার। তৃণমূলের দাবি, বিজেপি লোকসভাকে প্রচারের মঞ্চ করে ফেলেছে।
বিকাশ ভবনের সামনে অন্দোলনরত পার্শ্বশিক্ষকরা গত ১৬ নভেম্বর থেকে অনশনের রাস্তায় হাঁটেন। প্রায় ৩০ জন পার্শ্বশিক্ষক অনশন শুরু করেন। তাঁদের দাবি, স্থায়ী চাকুরিরত শিক্ষকদের সমান তাঁদের মাইনে দিতে হবে। পার্শ্বশিক্ষকরা অবশ্য পুরো সময়ের শিক্ষক নন। বর্তমানে প্রাথমিক স্কুলে প্যারাটিচার বা পার্শ্বশিক্ষকরা পান ১০ হাজার টাকা। হাই স্কুলে প্যারাটিচার পান ১৩ হাজার টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা