সংসদের বাজেট অধিবেশন শুরু হল শুক্রবার। বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রথা মেনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, সিএএ গান্ধীজির স্বপ্ন পূরণ করেছে। মহাত্মা গান্ধীর স্বপ্ন পূরণ করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বলে জানিয়ে এ বিষয়ে আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপ চান। এদিকে সিএএ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের পর বিরোধীরা হৈচৈ শুরু করেন। রাষ্ট্রপতির বক্তব্যের মাঝেই হৈচৈ শুরু হয়।
রাষ্ট্রপতি এদিন বলেন, যে কোনও জাতি ধর্ম নির্বিশেষে কেউ নির্দিষ্ট পদ্ধতি মেনে দেশের নাগরিক হতে পারেন। এজন্য অনেক রাস্তা খুলে রেখেছে সরকার। যেকোনও জায়গায় বসবাসকারী শরণার্থীরা এর মধ্যে দিয়ে নাগরিকত্ব পেতে পারেন। বিশেষত দেশের উত্তরপূর্ব প্রান্তের মানুষজন। সরকারকেও এই পদ্ধতি আরও পরিস্কার করে বোঝানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রতিবাদের নামে হিংসা দেশকে দুর্বল করে দেয়। তিনি বলেন, সরকার যে কোনও ধরনের আলোচনা, বিতর্কে রাজি আছে। সেই রাস্তায় না হেঁটে প্রতিবাদের নামে হিংসা হলে দুর্বল হবে দেশ, দুর্বল হবে সমাজ। নারী সুরক্ষা নিয়ে বলতে গিয়ে এদিন রাষ্ট্রপতি বলেন, সরকার নারী সুরক্ষায় দায়বদ্ধ। তারা প্রয়োজনীয় পদক্ষেপ করছে। এদিন রাষ্ট্রপতির বক্তব্যের পর সংসদ মুলতুবি হয়ে যায়। শনিবার বাজেট পেশ হবে সংসদে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা