করোনা ভাইরাস নিয়ে সারা ভারতের অনেক জায়গাতেই কাজ বন্ধ। বিভিন্ন দর্শনীয় স্থানে লোক নেই। অফিসে মানুষ কম যাচ্ছেন। স্কুল, কলেজ বন্ধ। দোকানও কিছু খুলছে, কিছু বন্ধ। এমন এক পরিস্থিতিতে সংসদের অধিবেশন কিন্তু তার মতই চলছে। এমন কোনও নির্দেশিকাও নেই যে সংসদ বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে সংসদ জীবাণুমুক্ত করার পাশাপাশি এবার সাংসদদের সংসদে প্রবেশের মুখে পরীক্ষা করা শুরু হল বুধবার থেকে।
বুধবার সকালে একে একে সাংসদরা অধিবেশনে যোগ দিতে সংসদে হাজির হন। গাড়ি থেকে নামার পর তাঁদের প্রবেশদ্বারে থার্মাল স্ক্যানিং করা হয়। তারপরই তাঁরা ভিতরে প্রবেশ করতে পারেন। শুধু সাংসদ বলেই নয়, তাঁদের গাড়ির চালকদেরও এদিন পরীক্ষা করা হয়। তাঁদের সঙ্গে আসা অন্যদেরও পরীক্ষা হয়। পরীক্ষার পর তাঁরা অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারেন।
অনেক সাংসদ এদিন মাস্ক পরে সংসদে হাজির হন। কেন্দ্র ৩ এপ্রিল পর্যন্ত যেমন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলার কথা তেমনই চালাতে চাইছে। ফলে পরীক্ষা করেই আপাতত সাংসদদের প্রবেশ করিয়ে অধিবেশন চলবে। সংসদ চালু থাকলেও অবশ্য অনেক রাজ্যেই বিধানসভা অধিবেশন স্থগিত করা হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। এদিকে সংসদে প্রবেশের জন্য ভিজিটর পাস আগেই বন্ধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা