বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই তুলকালাম হল সংসদে। বিরোধীদের হৈচৈয়ে লোকসভা দিনের মত মুলতুবি হয়ে যায়। রাজ্যসভাও দফায় দফায় মুলতুবি হয়। সকালে শুরু হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলতে দেওয়া হচ্ছেনা এই অভিযোগে বিক্ষোভ। পরে প্রধানমন্ত্রীর জবাব চেয়ে সরব হন বিরোধীরা।
এদিকে বিরোধীদের আক্রমণ করে এদিন অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেন, বিরোধীরাই আলোচনা চাননা। প্রথমে বলছিলেন প্রধানমন্ত্রীকে এসে সংসদে দাঁড়িয়ে নোট বাতিলের বিরুদ্ধে জবাব দিতে হবে। এদিন যখন তিনি সত্যিই উপস্থিত রইলেন তখন অযথা চিৎকার করে সংসদ অচল করার চেষ্টা করলেন তাঁরা। সরকারপক্ষ রাজি থাকলেও বিরোধীরাই এখন বিতর্কে অংশ না নেওয়ার পথ খুঁজছেন বলেও কটাক্ষ করেন অর্থমন্ত্রী।