আর পড়ে আছে মাত্র ১৫০টি বাস্টার্ড, লোকসভায় রিপোর্ট পেশ
লোকসভায় এক রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন দেশে আর মাত্র ১৫০টি বাস্টার্ড পড়ে আছে। যাদের রক্ষার চেষ্টা চলছে।
দেশে আর কটি বাস্টার্ড রয়ে গেছে? তার খতিয়ান কিন্তু পেশ করলেন কেন্দ্রীয় বন মন্ত্রী। জানা গেছে মাত্র ১৫০টি বাস্টার্ডই পড়ে আছে। যাদের রক্ষা করার জন্য যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে।
সারা দেশে উদ্বেগজনক হারে কমছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কিংবা গোদাবন পাখি। বর্তমানে ভারতে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অথবা গোদাবন পাখি রয়েছে ১৫০টির আশপাশে।
সারা দেশে কত সংখ্যক গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের অস্তিত্ব রয়েছে সে ব্যাপারে দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়া একটি সমীক্ষা চালায়। তাতে দেখা গিয়েছে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কিংবা গোদাবন পাখি প্রায় বিলুপ্তির মুখে। পাখিগুলি মূলত বক প্রজাতির। তবে বকের চেয়ে অনেকটাই আলাদা। বরং তাদের চেহারায় উটপাখির প্রভাব রয়েছে।
গোদাবন পাখির সংখ্যা ও সংরক্ষণ নিয়ে সম্প্রতি লোকসভাতেও আলোচনা হয়েছে। লোকসভায় পেশ করা পরিসংখ্যান অনুসারে, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের দেখা মিলেছে রাজস্থানে।
রাজস্থানে ১২৮টি এই ধরনের পাখির দেখা মিললেও গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে প্রতিক্ষেত্রে ১০টিরও কম গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অথবা গোদাবন পাখির দেখা মিলেছে।
এক প্রশ্নের উত্তরে লোকসভায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নিয়ে তথ্য পেশ করেছেন কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।
আরও জানা গিয়েছে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বা গোদাবন পাখি শিকার করা পুরোপুরি নিষিদ্ধ ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে সংরক্ষণের জন্যে কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। এই অতিবিরল প্রজাতির পাখিগুলিকে রক্ষা করতে আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা