
মিড ডে মিলের চাল কেন্দ্র দিতে রাজি নয়। তাই রাজ্য সরকারই এই চাল দিয়ে দেবে। পশ্চিমবঙ্গ চাল উৎপাদন করে। সেখান থেকেই অতিরিক্ত চাল বরাদ্দ করা হবে। একথা ক’দিন আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেকথাই আরও একবার পরিস্কার করে জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূল ভবনে একটি বৈঠকের পর তিনি জানিয়ে দেন, কেন্দ্র না দিলেও রাজ্য সরকার মিড ডে মিলের চাল সরবরাহ বজায় রাখবে। পার্থবাবু এদিন বলেন, এফসিআই বলছে চাল নেই। তাবলে কি এ রাজ্যের বাচ্চারা মিড ডে মিলের চাল পাবে না? রাজ্য সরকার এই চাল সরবরাহ বজায় রাখবে বলেই নিশ্চিত করেছে বলে জানিয়ে দেন পার্থবাবু।