মঙ্গলবার দুপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধিদল। নির্বিঘ্নে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সুনিশ্চিত করা। বিরোধীদের মনোনয়ন দাখিলের অধিকার নিশ্চিত করার মত বিষয় তারা রাজ্যপালের কাছে তুলে ধরেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যপাল তাঁদের কথা শুনেছেন। এ নিয়ে রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্রসচিবকে ডাকছেন তিনি। তাছাড়া আগামী বুধবার রাজ্য নির্বাচন কমিশনারকেও ডেকে পাঠিয়েছেন তিনি।
এর কিছু পরেই সাংবাদিক বৈঠক করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, বিজেপি নেতারা জানলেন কী করে যে রাজ্যপাল আগামী বুধবার রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছেন? এটা তো তাঁদের জানার কথা নয়। পার্থবাবুর দাবি, এই অবস্থায় রাজ্যবাসী রাজ্যপালকে নিরপেক্ষ ভাবতে পারছেন না। তাছাড়া রাজ্যপাল নাকি বিজেপি প্রতিনিধিদলকে জানিয়েছেন তিনি কেন্দ্রীয় বাহিনী চান। কিন্তু রাজ্যপাল কীভাবে তা চাইতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল মহাসচিব। যদিও রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়ন পেশ করতে আসা বিরোধী প্রার্থীদের মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে যে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে উঠেছে তা নিয়ে প্রশ্নের সদুত্তর এদিন কার্যত এড়িয়ে যান পার্থবাবু।