বাঁকুড়ার রানিবাঁধ অঞ্চলে গত বুধবার খুন হন স্থানীয় বিজেপি নেতা অজিত মুর্মু। বছর ৪০-এর ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বিজেপি নেতৃত্ব অভিযোগ করে তৃণমূল কর্মীরাই তাঁকে খুন করেছে। যদিও সে অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে সেই প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমের একাংশকে তীব্র কটাক্ষও করেন পার্থবাবু।
এদিন তিনি বলেন, অনেক সংবাদমাধ্যমে বলা হয়েছিল তৃণমূলের হাতেই খুন হয়েছেন ওই বিজেপি সদস্য। কিন্তু বৃহস্পতিবার মৃতের ভাই নিজেই স্বীকার করেছেন বিজেপির গোষ্ঠীকোন্দলের শিকার হতে হয়েছে তাঁর দাদাকে। পার্থবাবু বলেন এখানেই পরিস্কার হয়ে গেল বিজেপির নিজেদের মধ্যে গণ্ডগোলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তার সঙ্গে তৃণমূল জড়িত নয়।