কলেজে ভর্তিকে কেন্দ্র করে টাকার খেলা, তোলাবাজির ভূরিভূরি অভিযোগ সামনে আসার পর গত শনিবার কড়া পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজের সামনে পুলিশি ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন। টাকার বিনিময়ে কোনও ভর্তি বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেন। শিক্ষামন্ত্রী জানিয়ে দেন কোনও ভাবে টাকার বিনিময়ে ভর্তির জন্য চাপ এলে অভিভাবক বা ছাত্রছাত্রী স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে সেই ডায়েরির কপি তাঁদের কাছে পাঠিয়ে দিন। সরকার কড়া ব্যবস্থা নেবে। গত সোমবার মুখ্যমন্ত্রী নিজে সবকিছু খতিয়ে দেখতে হাজির হন আশুতোষ কলেজে। শিক্ষামন্ত্রী যান জয়পুরিয়া, মণীন্দ্র ও সুরেন্দ্রনাথ কলেজে।
তারপরই মঙ্গলবার উচ্চশিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে। পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন কোনওভাবে ভেরিফিকেশন বা কাউন্সিলিং করতে ছাত্রছাত্রীদের আর কলেজে সশরীরে হাজির হতে হবে না। যা হবে অনলাইনে। কোনও কলেজে ভর্তির সুযোগ নির্ভর করবে ছাত্রছাত্রীর মেধার ওপর। অন্য কোনও কিছুই তার যোগ্যতা বলে বিবেচ্য হবে না। ছাত্রছাত্রীরা অনলাইনেই ভর্তি হবে। ভর্তির টাকাও অনলাইনেই দিতে হবে। তারপর ভর্তি হয়ে গেলে কলেজে ক্লাস করতে এলে, তারপর হবে তার কাগজপত্রের ভেরিফিকেশন। যদি সেখানে কোনও গণ্ডগোল থাকে তবে তার ভর্তি বাতিল হবে। সেক্ষেত্রে কিন্তু সব দায় ছাত্রছাত্রীকেই নিতে হবে।