প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত পার্শ্ব শিক্ষকদের জন্য একগুচ্ছ সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্শ্ব শিক্ষকদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এতদিন মাতৃত্বকালীন ছুটির যে সুবিধা স্থায়ী শিক্ষকরা পেয়ে আসছেন, সেই একই সুবিধা এবার থেকে পার্শ্ব শিক্ষকরাও ভোগ করবেন। সেইসঙ্গে চালু হচ্ছে তাঁদের জন্য প্রভিডেন্ট ফান্ড।
পার্শ্ব শিক্ষকদের অনেকদিনের চাহিদা ছিল মাইনে বৃদ্ধির। তাঁদের সেই বেতনও এদিন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী বলেন, এখন প্রাথমিকে পার্শ্ব শিক্ষকরা বেতন পান ৫ হাজার ৯৫৪ টাকা। তা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা। উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকরা পান ৮ হাজার ১৮৬ টাকা। সেই মাইনে বেড়ে হচ্ছে ১৩ হাজার টাকা। এই বর্ধিত বেতন সকলের ক্ষেত্রে ১ মার্চ, ২০১৮ থেকে চালু করা হয়েছে। অর্থাৎ কাটিয়ে আসা মাসের টাকা তাঁরা এরিয়ার হিসাবে পেয়ে যাবেন।
রাজ্য সরকারের এই পদক্ষেপে বেজায় খুশি পার্শ্ব শিক্ষকরা। যে হারে দৈনন্দিন খরচ বাড়ছে তাতে মাইনে বৃদ্ধি তাঁদের জন্য অতি আবশ্যিক ছিল বলে জানান পার্শ্ব শিক্ষকদের কয়েকজন। এদিন শিক্ষামন্ত্রী সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন আগামী দিনে পার্শ্ব শিক্ষক নিয়োগও বৃদ্ধি করছে রাজ্য সরকার। ফলে শিক্ষাক্ষেত্রে আরও যুবক যুবতীর কর্মসংস্থান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।